ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন অভিনেতা অলিউল হক রুমি

অভিনেতা অলিউল হক রুমি। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দ্য ডেইলি স্টারকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। 

তিনি বলেন, 'রুমি ভাই আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা। তার জন্য সবাই দোয়া করবেন। তার চিকিৎসা চলছে।'

আহসান হাবিব নাসিম আরও বলেন, 'খুব সরল মানুষ এবং হাসি-খুশি থাকা মানুষ রুমি ভাই। শুটিং সেটে সবাইকে গল্প করে মাতিয়ে রাখেন।'

দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত 'এখনও ক্রীতদাস' নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। 

আলোচিত ধারাবাহিক 'কোন কাননের ফুল' নাটক দিয়ে তার শোবিজে অভিষেক। চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

বর্তমানে তার অভিনীত 'বকুলপুর' নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago