ফিনল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৩ শিশু আহত
ফিনল্যান্ডের এক প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকহামলার ঘটনায় ১৩ বছর বয়সী তিন শিশু আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় সময় নয়টার দিকে এই ঘটনা ঘটে। ফিনিশ পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজধানী হেলসিংকির শহরতলী ভানতা'র ভিয়েরতোলা স্কুলে এই বন্দুকহামলার ঘটনা ঘটে। স্থানীয় পৌরসভা জানিয়েছে, এই স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৮০০ শিক্ষার্থী পড়ালেখা করে এবং শিক্ষকসহ মোট কর্মীর সংখ্যা প্রায় ৯০।
ভিয়েরতোলা স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা রয়টার্সকে বলেন, 'আপাতত কোনো বিপদ নেই'। তবে তিনি এ ঘটনার বিষয়ে আরও কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভানতা ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর। এখানে দুই লাখ ৪০ হাজার মানুষ বাস করেন।
Comments