বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নেতা নিহত

শনিবার সকালে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়। ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার আরুলিয়া এলাকায় প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা  বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা।

তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)।

শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগাঁও আঞ্চলিক মহাসড়কে অরুরিলা উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন শ্রমিক নেতা নিহত হন।

এ ঘটনায় দু্ই জন গুরুতর আহত হয়েছেন বলে জানান বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি বলেন, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামে এক দিনমজুর বলেন, বিকট শব্দ শুনে দেখতে পেয়ে দেখি প্রাইভেটকারের এক যাত্রী সড়কে পড়ে আছেন। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কাছে গিয়ে ভেতরে  আরও দুই জনকে দেখতে পাই৷ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

প্রাইভেটকারটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে তিনি জানান।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বলেন, নিহত তিন জনই মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী।

পুলিশ জানিয়েছে বাসটি জব্দ ও চালক ও সহকারীকে শনাক্তে কাজ চলছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

 

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago