২৫ বছর পর সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ, আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

অভিনেতা সোহেল চৌধুরী
অভিনেতা সোহেল চৌধুরী। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা আজ। রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আদালতে কর্মরত একজন পরিদর্শক জানান, রায় ঘোষণার জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী দ্য ডেইলি স্টারকে বলেন,  ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী দুপুর সোয়া ১২টার দিকে রায় ঘোষণা করবেন।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলার আসামিরা হলেন- আশীষ রায় চৌধুরী, তারিক সাঈদ মামুন, আদনান সিদ্দিকী, ফারুক আব্বাসি, সানজিদুল ইসলাম ইমন, আজিজ মোহাম্মদ ভাই, আফাকুল ইসলাম, সেলিম খান ও হারুন-অর-রশিদ ওরফে লেদার লিটন।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৮ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রাম্প ক্লাবে অভিনেতা সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

এ ঘটনায় সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ১৯৯৯ সালের ২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দুই বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।

মামলার এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট মামলার বিচার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

 

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago