উত্তর গাজায় হামাস-ইসরায়েল তীব্র লড়াই

ইসরায়েল-গাজা সীমান্তে সাঁয়োয়া যানে ইসরায়েলের সেনা। ছবি: ডয়চে ভেলে/রয়টার্স
ইসরায়েল-গাজা সীমান্তে সাঁয়োয়া যানে ইসরায়েলের সেনা। ছবি: ডয়চে ভেলে/রয়টার্স

উত্তর গাজায় তীব্র লড়াই হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের বিমানবাহিনীও এই হামলায় যোগ দিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর দিকে তীব্র লড়াই চলছে। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়াতে আক্রমণ করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, জাবালিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা ফেলছে। জাবালিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও রয়েছে। হামলার শুরুর আগে সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।

টাইমস অফ ইসরায়েল গতকাল রোববার জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবালিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে।

জাবালিয়াতেও হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই হচ্ছে বলে জানা গেছে।

ইতোমধ্যে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও অন্য কয়েকটি দেশ।

জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, জাবালিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন।

ব্লিঙ্কেনের বক্তব্য

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: এএফপি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: এএফপি

রাফা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবিসি টেলিভিশনকে বলেন, '১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষায় কোনো ইসরায়েল কোনো নির্ভরযোগ্য পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।'

ব্লিঙ্কেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এটা স্পষ্ট করে দিয়েছেন যে, 'ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে, তাহলে সেই অভিযানে ব্যবহার করার মতো উপকরণ ও অস্ত্র আমরা দেব না।'

বাইডেন ইতোমধ্যে জানিয়েছেন, তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন। যদি তারা এই হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে তাদের গোলাবারুদ ও অন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে।

ব্লিঙ্কেন বলেছেন, 'যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তাতে আমরা সত্যিই চিন্তিত। বেসামরিক মানুষদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না।'

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '(এই সংঘাতে) প্রাথমিকভাবে ইসরায়েল কিছু সাফল্য পেয়েছে। কিন্তু তাতে প্রচুর বেসামরিক মানুষ মারা গেছেন।'

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল একা লড়াই করার ক্ষমতা রাখে।

গাজায় ত্রাণের নতুন পথ

দক্ষিণ গাজার ইরেজ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করছে। ছবি: রয়টার্স
দক্ষিণ গাজার ইরেজ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করছে। ছবি: রয়টার্স

গাজায় ত্রাণ পাঠাবার জন্য নতুন পথ চালু করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই পথ খোলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

উত্তর ফিলিস্তিনের পশ্চিম ইরেজে এই পথ খোলা হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ত্রাণ প্রবেশের মূল পথ হিসেবে বিবেচিত রাফা ক্রসিং বন্ধ করে দেয়। সেনা জানিয়েছে, এই ক্রসিংয়ের কাছে হামাসের সঙ্গে তাদের লড়াই চলছে বলে ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।

এপি, এএফপি, রয়টার্স

 

Comments

The Daily Star  | English

What if India and China stop buying Russian oil?

Donald Trump is tightening sanctions loopholes that fund Moscow's war machine. What does a crackdown on Russia's oil trade mean for global markets — and economic heavyweights like China and India?

3h ago