ধর্মীয় অনুভূতিতে আঘাত: বরখাস্ত জবি শিক্ষার্থীর ৫ বছরের কারাদণ্ড

ধারের টাকা ফেরত পাওয়ার উপায়
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মামুন সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন।

ট্রাইব্যুনাল একজন প্রবেশন কর্মকর্তার অধীনে তিথি সরকার এক বছর নিজ বাড়িতে প্রবেশনে থাকবেন বলেও জানান।

মামুন সিকদার আরও বলেন, এই সময়ে তাকে আদালতের দেওয়া আটটি শর্ত পালন করতে হবে এবং একজন প্রবেশন কর্মকর্তা তার তত্ত্বাবধান করবেন।

প্রবেশন অফিস তিথি সরকারের বিষয়ে সন্তোষজনক প্রতিবেদন দিলে আদালত তার শাস্তি পুনর্বিবেচনা করবে বলেও জানান ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মামুন সিকদার।

বিচার চলাকালে মামলায় রাষ্ট্রপক্ষের ছয় জন সাক্ষী সাক্ষ্য দেন।

২০২১ সালের ৪ নভেম্বর তিথির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

ওই দিন ট্রাইব্যুনাল তিথির স্বামী শিপলু মল্লিককে মামলার নথি ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

২০২০ সালের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকা থেকে তিথিকে ও রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে শিপলুকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ২০২০ সালের ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

২০২১ সালের ১৯ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক মেহেদী হাসান ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২০ সালের ২৩ অক্টোবর তিথির ফেসবুক পোস্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মন্তব্যের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনার পর জবি শিক্ষার্থীরা শাস্তির দাবির জানায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালের ২৩ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদকের পদ থেকেও তিথিকে সাময়িক বহিষ্কার করা হয়।

ওই দিনই তিনি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিথি।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ অক্টোবর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এর আগে তিথির পরিবার সাংবাদিকদের জানিয়েছিল, ২০২০ সালের ২৫ অক্টোবর সকালে পল্লবী বাসা থেকে বের হয়ে স্থানীয় থানায় যাওয়ার পথে নিখোঁজ হয় তিথি।

২০২০ সালের ২৭ অক্টোবর তার বড় বোন স্মৃতি রানী সরকার বাদী হয়ে পল্লবী থানায় এ সংক্রান্ত একটি জিডি করেন।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

11h ago