সরকারি চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রতারণা করছে একটি চক্র। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনো ভুয়া নিয়োগপত্রের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই।

সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, 'জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে "অফিস সহায়ক" পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এতে ২৫/৪/২৪ তারিখের স্মারক নং ৩২.২০.০০.০০০০.১২০.৫০/৫২০ ব্যবহার করা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন।'

এতে আরও বলা হয়েছে, 'এই ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে "জনপ্রশাসন বিভাগ" নামে অভিহিত করা হয়েছে। এই নিয়োগ পত্রের মাধ্যমে পাঁচজনকে ২২/০৫/২০২৪ তারিখে যোগদান করতে বলা হয়েছে।'

'এই পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ এর নাম ব্যবহার করে মিথ্যা সই করা হয়েছে এবং শাখার নাম "নিয়োগ ও পদায়ন শাখা" উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোনো শাখার অস্তিত্ব নেই।'

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবনা, নাটোর, নড়াইল, কুমিল্লা ও সাতক্ষীরা জেলার তিন নারী ও দুই পুরুষের নামে ভুয়া নিয়োগপত্র ইস্যু করেছে একটি প্রতারক চক্র। কিন্তু কারা এটা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় বা যেকোনো সরকারি চাকরির বিষয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago