দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছেদ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে
ঢাকার ধামরাইয়ের ১০১ নং গোয়াইলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: আকলাকুর রহমান আকাশ/ স্টার

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে ভোট শুরুর পর ভোটার উপস্থিতি কম দেখা যায়। 

১৫৬টি উপজেলার ভোটার সংখ্যা তিন কোটি ৫২ লাখের বেশি।

২৪ উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতিতে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে এক হাজার ৮২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হবে, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১১টি উপজেলা এবং ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোটগ্রহণ হবে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

3h ago