সামর্থ্য থাকলে সব এতিম শিশুকে আমার কাছে রাখতাম: পরীমনি

পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'র শুটিং করছেন খাগড়াছড়িতে। এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'হইচই'য়ের জন্য কাজ করছেন তিনি।

পরীমনি বলেন, 'প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করছি। পাহাড়ে অনেক গরম। তারপরও দারুণ এক ভালোবাসা নিয়ে শুটিং করছি। কারণ, এটা হইচইয়ের জন্য আমার প্রথম কাজ।'

তিনি বলেন, '"রঙিলা কিতাব"র গল্পটা ভিন্ন। নতুন পরীমনিকে খুঁজে পাওয়া যাবে। কখনোই এমন চরিত্রে অভিনয় করিনি। বেশ প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।'

পরীমনি। ছবি: সংগৃহীত

তার ভাষ্য, '"রঙিলা কিতাব"র গল্পে টান টান উত্তেজনা কাজ করবে। আমার বাস্তব জীবনের সঙ্গে গল্পের চরিত্রের কোনো মিল নেই। এখানে অন্য এক আমি।'

খাগড়াছড়ির শুটিং শেষ করে পরীমনি যাবেন রাঙামাটি। কয়েকদিন সেখানে শুটিং চলবে।

'রঙিলা কিতাব' পরিচালনা করছেন অনম বিশ্বাস।

পরিচালক সম্পর্কে পরীমনি বলেন, 'যত্ন নিয়ে কাজ করছেন তিনি। তবে, শুটিং চলাকালীন বলেন না যে কেমন কাজ হচ্ছে। আমি অপেক্ষায় থাকি কখন বলবেন—দৃশ্যটি ভালো হয়েছে। তবে, পুরো দিনের শুটিং শেষ করে তিনি সবাইকে নিয়ে বসেন, শুটিংয়ের অভিজ্ঞতা বলেন।'

পরীমনি। ছবি: সংগৃহীত

দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলুবকশি' সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি। এটি তার অভিনীত প্রথম ভারতীয় বাংলা সিনেমা। তার বিপরীতে অভিনয় করেছেন সোহম।

সোহম সম্পর্কে পরীমনি বলেন, 'সোহম জনপ্রিয় নায়ক। এপার বাংলা-ওপার বাংলার দর্শক তার অনেক সিনেমা দেখেছেন। শুটিং ছাড়া তার সঙ্গে কথা কম হয়েছে। শুটিং স্পটেই আমাদের কথা হতো, একটু আড্ডাও হতো।'

'মনেই হয়নি সোহমের সঙ্গে প্রথম সিনেমা করছি। মনে হয়েছে অনেক দিনের চেনা। মনে হয়েছে তার সঙ্গে যেন আগেও কাজ করেছি,' যোগ করেন তিনি।

চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কলকাতা থেকে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন কি না—জানতে চাইলে পরীমনি বলেন, 'প্রস্তাব তো পাচ্ছি। কিন্তু গল্প, চরিত্র সবকিছু পছন্দ হলে তারপর দেখা যাবে। একটি সিনেমা মাত্র করলাম। দেখা যাক দর্শক সেটা কীভাবে নেন। তারপর ওখানকার নতুন সিনেমা নিয়ে বলা যাবে।'

পরীমনি বলেন, 'অভিনয়টাই আমার কাছে প্রথম, আমার প্রথম ভালোবাসা। হোক সেটা সিনেমা কিংবা ওয়েব ফিল্ম।'

পরীমনি। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক কন্যাশিশু দত্তক নিয়েছেন পরীমনি। এ বিষয়ে তিনি বলেন, 'এখন আমার দুই সন্তান। নতুন একটা জীবন পেয়েছি। এই আনন্দ মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না। যদি সামর্থ্য থাকতো তাহলে সব এতিম শিশুকে আমার কাছে রাখতাম। তাদের নিয়ে আরও সুন্দর করে বাঁচতাম।'

তিনি তার কন্যার নাম রেখেছেন প্রিয়ম। পরীমনি বলেন, 'নিয়ম মেনেই কন্যাকে দত্তক নিয়েছি। পুণ্যর জন্মের সময় যে অনুভূতি হয়েছে, প্রিয়ম আসার সময়ও সেই অনুভূতি হয়েছে।'

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago