শিল্পী সমিতি শিল্পীদের কী কাজে লাগে আজ পর্যন্ত বুঝতে পারলাম না: বর্ষা

যোগাযোগ করা হলে ফেসবুক পোস্টের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বর্ষা।
চিত্রনায়িকা বর্ষা। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা বর্ষা। এই চলচ্চিত্র শিল্পী সমিতি অভিনয় শিল্পীদের কী কাজে লাগে সেটা আজও বুঝে উঠতে পারেননি এই নায়িকা।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষা লিখেছেন, 'শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না।'

যোগাযোগ করা হলে ফেসবুক পোস্টের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বর্ষা।

কেন এই পোস্ট? প্রশ্ন করা হলে তিনি জানান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাট ইজারা নিয়েছেন। শিল্পীদের গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছিলেন মিশা। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিরক্তি প্রকাশ করেছেন মিশা। এসব নিয়ে ফেসবুকে এখন ব্যাপক চর্চা হচ্ছে। ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডিএ তায়েব। নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারেও এমনও খবর আসছে।

এইসব খবর দেখেই ফেসবুক স্ট্যাটাস দিলেন বর্ষা।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago