সেন্সর পেল ‘মি. অ্যান্ড মিসেস মাহি’, আজ দুপুর ৩টা থেকে দেখা যাবে হলে

রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

সারা বিশ্বে আজ শুক্রবার (৩১ মে) মুক্তি পাচ্ছে স্মরণ শর্মা পরিচালিত বলিউডের সিনেমা 'মি. অ্যান্ড মিসেস মাহি'। একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গতকাল সেন্সর পেলেও এফডিসির ১৯ সংগঠনের কারণে মুক্তি পেতে একটু দেরি হয়েছে এই সিনেমাটি।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টর অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুর থেকে সিনেমাটি সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। গতকাল সেন্সর পেয়েছে সিনেমাটি। একইদিনে ভারতের সঙ্গে সিনেমাটি বাংলাদেশে চলছে। কিছু সমস্যা ছিল। সেটা কাটিয়ে আজ দুপুর ৩টার পর থেকে সিনেমা হলে চলবে বলিউডের এই সিনেমাটি।'

স্মরণ শর্মা পরিচালিত 'মি. অ্যান্ড মিসেস মাহি' সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর।

সিনেমার গল্পে রাজকুমারকে দেখা যাবে ব্যর্থ ক্রিকেটারের চরিত্রে। পারিবারিকভাবে বিয়ের পর আবিষ্কার করে তার স্ত্রীর ক্রিকেট দক্ষতা। জাহ্নবী পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী। স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠেপড়ে নামেন রাজকুমার।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

46m ago