তাহসানের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে: মিথিলা

মিথিলা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

মিথিলা এখন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমায় সমানতালে অভিনয় করছেন। এবার ঈদে তার অভিনীত 'বাজি' ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে চরকিতে। কিছুদিন পর কলকাতায় মুক্তি পাবে নতুন সিনেমা।

বাজি সিরিজের মধ্যে দিয়ে তাহসানের সঙ্গে অনেকদিন পর মিথিলা অভিনয় করলেন। তিনি আছেন সাংবাদিকের চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।

মিথিলা বলেন, 'বাজি ওয়েব সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা বেশ ভালো। অনেক ভালো লেগেছে কাজটি করে। আমার চরিত্রটিও অন্যরকম। নতুনত্ব আছে চরিত্রে।'

মিথিলা। ছবি: সংগৃহীত

বাজি সিরিজের গল্প এগিয়ে যাবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। এই ধরনের সিরিজ এবারই প্রথম এদেশে। তাহসানেরও প্রথম সিরিজ এটা।

দীর্ঘ বিরতির পর তাহসানের সঙ্গে অভিনয় করার বিষয়ে মিথিলা বলেন, 'তাহসানের সঙ্গে আমার দৃশ্য কম ছিল। মনোজের সঙ্গে দৃশ্য বেশি। সবার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। তাহসানের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। অনেকদিন পর তার সঙ্গে অভিনয় করা হলো।'

এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, 'শুটিং করার সময় আমার চরিত্র নিয়ে ব্যস্ত থাকি। চরিত্রটি কীভাবে আরও ভালো করা যায় তা ভাবি। বাজিতেও তাই করেছি। সবাই মিলে অনেক আনন্দ নিয়ে বাজি সিরিজটি করেছি।'

'দর্শকদের বাজি সিরিজ ভালো লাগবে।সবাই যার যার দিক থেকে ভালো করেছেন', বলেন মিথিলা।

বাজি ছাড়া এই ঈদে আর কিছু মুক্তি পাচ্ছে না মিথিলার। তবে এখনও তার সিনেমা 'কাজলরেখা' বিভিন্ন প্রেক্ষাগৃহে ও দেশের বাইরে চলছে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

তিনি বলেন, 'ঈদের জন্য একটিই কাজ করেছি। সবসময় চাই ভালো কাজের সঙ্গে থাকতে, যা দর্শকরা দেখে মুগ্ধ হবে। ভালো কাজের দর্শক সবসময়ই আছে।'

কাজলরেখা এখনও চলছে- এই বিষয়ে মিথিলা বলেন, 'এটা সিনেমার জন্য ভালো খবর। কাজলরেখা অনেকের কাছে প্রশংসা কুড়িয়েছে। গল্প এই সিনেমার প্রাণ। সেইসঙ্গে পরিচালকের মুন্সিয়ানা এবং শিল্পীদের অভিনয় তো আছেই।'

অন্যদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত নতুন সিনেমা অরণ্যর প্রাচীন প্রবাদ। এটি পরিচালনা করেছেন দুলাল দে।

তিনি বলেন, 'প্রত্যেক ঈদে দুই বাংলায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। এটা কয়েক বছর ধরে হয়ে আসছে। এবারও তাই হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটা অনেক আনন্দের।'

অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমার শিল্পী ও পরিচালক সম্পর্কে মিথিলা বলেন, 'শিলাজিৎ অভিনয় করেছেন এই সিনেমায়। তার সঙ্গে প্রথম অভিনয় করেছি। ভীষণ আনন্দ নিয়ে অভিনয় করেছি। জিতু কমল আছেন। পরিচালক দুলাল দা ক্রিকেট সাংবাদিক। তিনি সুন্দর একটি সিনেমা বানিয়েছেন। অনেক আশাবাদী কাজটি নিয়ে।'

এবারের ঈদে মিথিলা ঢাকা-কলকাতা মিলিয়ে দুই দেশেই থাকবেন। ঈদের ছুটিতে কয়েকটি দিন ঢাকায় এবং কয়েকটি দিন কলকাতায় সময় কাটাবেন।

তিনি বলেন, 'ঢাকা-কলকাতা দুই বাংলা মিলিয়ে ঈদ করব। ঈদের সময়টা পরিবারকে দেবো।'

 

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

48m ago