অপূর্বর জন্মদিনে যা বললেন তিন নায়িকা

এই অভিনেতার জন্মদিনে তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিন নায়িকা।
অপূর্ব। স্টার ফাইল ফটো

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। দেড় যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। অপূর্ব অভিনীত বড় ছেলে নাটকটি এখনো দর্শকের মনে গেঁথে আছে। ওটিটিতেও সফল এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার বিপরীতে দেখা গেছে তাকে।

আজ ২৭ জুন এই অপূর্বর জন্মদিন। এই অভিনেতার জন্মদিনে তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিন নায়িকা।

সাবিলা নূর বলেন, 'আমি সবসময় বলে আসছি-অপূর্ব ভাইয়া সহশিল্পী হিসেবে দারুণ। তার কাছ থেকে দারুণ সহযোগিতা পাওয়া যায় শুটিংয়ের সময়। সহশিল্পী আন্তরিক হলে যেকোনো কাজ সুন্দর হয়। আমার বেলায়ও তাই হয়েছে। আমরা দুজনে অনেক নাটক করেছি। সেসব নাটক দর্শকদের মনে দাগ কেটেছে, মানুষের প্রশংসা পেয়েছি।'

সাবিলা নূর: ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার ফাইল ফটো

'সম্ভবত ২০১৫ কিংবা ২০১৬ সালে অপূর্ব ভাইয়ার সঙ্গে প্রথম নাটক করি। পরিচালক ছিলেন সাগর জাহান। তারপর থেকে আজ অবধি একসঙ্গে কাজ করে যাচ্ছি। সর্বশেষ করেছি, গোলাম মামুন ওয়েব সিরিজ, কিছুদিন আগে মুক্তি পেয়েছে।'

'তাকে আমি শুধু সহশিল্পী হিসেবে নয়, ভাই হিসেবে দেখি। অভিনেতা ছাড়া ভালো একজন মানুষ তিনি। যেকোনো শিল্পীর পাশে দাঁড়ানোর মানসিকতা তার মধ্যে আছে। এজন্যই তিনি সবার প্রিয়, আমার তো বটেই।'

'অভিনয় করতে গিয়ে কখনোই মান-অভিমান হয়নি। শুটিং স্পটে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের। পরিবারের সদস্যদের মতো সবকিছু শেয়ার করা যায়। তিনিও শেয়ার করেন। আজ তার জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভকামনা। সহশিল্পী হিসেবে চাই, এই দিনটি বার বার অপূর্ব ভাইয়ার জীবনে ফিরে আসুক।'

আরেক অভিনেত্রী মেহজাবীন বলেন, 'মানুষ হিসেবে অপূর্ব ভাইয়া ভীষণ ভালো। অভিনেতা হিসেবে কতটা ভালো তা দর্শকরা বেশি বলতে পারবেন। আমি বলব, খুব ভালো একজন অভিনেতা। চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা আছে তার। কিন্তু মানুষ হিসেবেও ভালো।'

মেহজাবীন চৌধুরী, দ্য সাইলেন্স, ভিকি জাহেদ,
মেহজাবীন চৌধুরী। স্টার ফাইল ফটো

আমরা একসঙ্গে অনেক নাটক করেছি। অনেক নাটকই জনপ্রিয়তা পেয়েছে। বড় ছেলেসহ অনেক নাটক আছে আমাদের। তবে, বড় ছেলে নাটকের কথা বেশি উঠে আসে। এখনো দর্শকরা বড় ছেলে নাটকের কথা মনে রেখেছেন। এই নাটকে আমাদের জুটিকে সবাই গ্রহণ করেন। এত প্রশংসা পেয়েছি কাজটি করে, যা বলে শেষ করা যাবে না।'

'অপূর্ব ভাইয়া সহশিল্পী হিসেবে খুব ইতিবাচক। সবসময় সহশিল্পীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা অনেক বড় গুণ  কীভাবে কাজটি ভালো করা যায় সেজন্য অনেক চেষ্টা করেন। তাই তো এত বছর ধরে সাফল্য ধরে রেখে অভিনয় করে যাচ্ছেন। জন্মদিনে বলতে চাই, শুভ জন্মদিন ভাইয়া।'

অভিনেত্রী মোনালিসা বলেন, 'সহশিল্পী হিসেবে অপূর্ব সবসময়ই ভালো। শুটিং সেটে একা একা কখনো দৃশ্য সুন্দর করা যায় না। এজন্য প্রয়োজন হয় ভালো সহশিল্পীর। সেটা আমি তার সাথে কাজ করতে গিয়ে পেয়েছি। শিল্পীদের সম্মান করার বিষয়টিও তার মধ্যে আছে। তারকা সুলভ আচরণ নয়, বিনয়টা তার কাছ থেকে পেয়েছি।'

মোনালিসা। ছবি: সংগৃহীত

'একজন মানুষ ধীরে ধীরে অভিনেতা হয়ে ওঠেন। ধীরে নায়ক হয়ে ওঠেন। অপূর্বর মধ্যে ধৈর্যটা ছিল, এজন্য টানা অভিনয় করে যাচ্ছেন। কাজের প্রতি কমিটমেন্ট ছাড়া এতদূর আসা সম্ভব না। ক্যামেরার সামনে যাওয়ার আগে স্ক্রিপ্ট পড়ে নেওয়ার বিষয়টি অপূর্ব খুব বেশি করেন। এটা অনেক বড় একটা প্রস্তুতি। এভাবেই একটি নাটক ভালো হয়। এসব গুণ তার মধ্যে দেখেছি।'

'জন্মদিনে তাকে নিয়ে বলব, আরও বহু দূর যেতে হবে। শুভকামনা ও ভালোবাসা রইল। শিল্পী টিকে থাকেন বিনয় ও ভালো কাজ দিয়ে। আরও সাফল্য প্রত্যাশা করছি বিশেষ দিনে।'

Comments