৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

রাত পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ছবি: সংগৃহীত

ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে ঢাকা থেকে ইঞ্জিন নিয়ে ট্রেনটি চালু করা হলে রাত পৌনে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানাধীন সোনাখালী এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।

জয়দেবপুরে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল থেকে সাময়িক সময়ের জন্য ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল বন্ধ ছিল।

পরে, এ রেলপথে যোগাযোগ স্বাভাবিক করতে ঢাকা থেকে অতিরিক্ত ইঞ্জিন নেওয়া হয়। 

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এদিকে ঢাকা-টাঙ্গাইল রেলরুটের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত শাহিনা আক্তারের (৪৫) গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার জোয়ানীপাড়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের কালামপুর খাজারডেক এলাকায় তিনি ট্রেনে কাটা পড়েন। 

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই সেতাবর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

মৃতের পরিবারের বরাতে পুলিশ জানায়, শাহিনা আক্তার চার দিন আগে চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে গাজীপুরে এসে তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমানের বাসায় উঠেছিলেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago