কনডেম সেল থেকে আসামির পলায়ন: ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী বরখাস্ত

তারা হলেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন।
বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান। ছবি: সংগৃহীত

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন।

গতকাল তাদের বরখাস্ত করা হয় বলে কারা কর্তৃপক্ষ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

এর আগে, গত ২৬ জুন কারা কর্তৃপক্ষ আরও তিন কারারক্ষীকে বরখাস্ত করে বলে জানান জেল সুপার আনোয়ার হোসেন।

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে জাফলং নামের সেই সেলটি খালি করেছে এবং সেখানে থাকা ১০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিসহ অন্যান্য ১৬ জন আসামিকে সরিয়ে নিয়েছে।

অবকাঠামোগত দুর্বলতার কারণে তদন্ত কমিটি এই সেলটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় আসামিদের কারাগারের অন্য একটি সেলে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে বলেও জানান জেল সুপার।

 

Comments