আইনজীবী মহসিন রশিদ ও সাংবাদিক কনক সারোয়ারকে আদালতের সমন

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

আদালত অবমাননার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও দেশের বাইরে অবস্থানরত সাংবাদিক কনক সারোয়ারকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

গত ২১ জুন একটি অনলাইন আলোচনায় বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এই সমন জারি করা হয়।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ২১ জুলাই আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ভূমিকা ব্যাখ্য করতে বলা হয়েছে। 

এর পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনজীবী মহসিন রশিদকে দেশের কোনো আদালতে প্র্যাকটিস না করার নির্দেশও দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আদালত অবমাননার আবেদনের শুনানির সময় আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল।

গত ২৬ জুন ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। 

এ বিষয়ে তাপস কান্তি বল দ্য ডেইলি স্টারকে বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দীনের পক্ষে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে নিন্দনীয় ও অবমাননাকর মন্তব্য করেন অভিযুক্তরা।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago