ঢাবিতে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা কফিন মিছিল বের করলে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। ছবি: আনিসুর রহমান/স্টার

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছে শিক্ষার্থীরা। এরপর টিএসসির উদ্দেশে তারা কফিন মিছিল শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গায়েবানা জানাজা পড়ে। এরপর তারা মিছিল নিয়ে ভিসি চত্বরের সামনে যান। সেখানে গায়েবানা জানাজায় ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী এসে যোগ দেন। সেখানে দ্বিতীয় দফায় জানাজা পড়েন শিক্ষার্থীরা। পরে তারা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দিলে তাদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ভিসি চত্বর এলাকায় পুলিশ। ছবি: আনিসুর রহমান/স্টার

আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বলেন, ভিসি আমাদের অভিভাবক। অথচ তার বাসভবনের সামনেই আমাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের গায়েবানা জানাজা। ছবি: সংগৃহীত

বিকেল সাড়ে ৪টায় পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের সাউন্ড গ্রেনেড ছোড়া অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago