যানজট ফিরে এল ঢাকার সড়কে

মোহাম্মদপুর থেকে সাত মসজিদ সড়কে যানজট। ছবি: রাশেদ সুমন/স্টার

গত সপ্তাহে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার থেকে সারাদেশে কারফিউ জারির পর আজ বুধবার খুলেছে অফিস।

অফিস খোলার প্রথম দিন সকাল থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন রাজধানীবাসী। এতে ঢাকার প্রধান প্রধান সড়কে সকাল ১০টার পর থেকেই শুরু হয় যানজট। 

সেনা সদস্যদের যানজট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ছবি: রাশেদ সুমন/স্টার

দিন বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার সড়ক ফিরে পেতে থাকে তার আগের চেহারা। বিকেল ৩টায় অফিস ছুটি হওয়ার পর ঘরমুখী মানুষের সমাগমে আবার যানজট কিছুটা বেড়ে যায়। 

গতকাল ৪ ঘণ্টা এবং তার আগের দুইদিন ২ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকলেও খুব বেশি জরুরি কাজ ছাড়া কেউ বের হয়নি।

বেশ কিছু সড়কে ট্রাফিক পুলিশ দেখা যায়। ছবি: আনিসুর রহমান/স্টার

কিন্তু, আজ সকাল থেকেই বনানী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর, ধানমন্ডি সাত মসজিদ সড়কে বেশ কিছু বাস চলতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে ব্যক্তিগত যানবাহন।

সেইসঙ্গে অনেকে রিকশা, লেগুনা, মোটরসাইকেলে করে বের হওয়ায় সড়কে যানবাহনের আধিক্য দেখা যায়।  

বেশ কিছু সড়কে ট্রাফিক পুলিশ দেখা যায়। তবে মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে সেনা সদস্যদের যানজট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago