চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার মিছিল

ছবি: রাজীব রায়হান/স্টার

বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে প্রায় কয়েক হাজার ছাত্র-জনতা।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী-জনতা জড়ো হয়।

সেখান থেকে মিছিল করে তারা নিউমার্কেট এলাকায় এসে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি টাইগার পাস মোড় হয়ে ওয়াসার মোড়ের দিকে যায়।

উত্তেজিত ছাত্র-জনতা ওয়াসার মোড়ের একটি পুলিশ বক্স ভাঙচুর করে। তবে সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

ওয়াসা মোড়ে পুলিশ বক্সে ভাঙচুর চালায় বিক্ষভরকারীরা। ছবি: স্টার

মিছিলটি পরে মুরাদপুর হয়ে বিকেল পৌনে ৫টার দিকে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দরকিল্লা এলাকায় জুমার নামাজ শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে। 

দুপুর দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে আন্দরকিল্লা মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়। তখন রাস্তার অপর পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়।

এরপর দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা লালদীঘি ও রাইফেল ক্লাব হয়ে মিছিল করে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়।

সেসময় নিউমার্কেটের আশপাশের রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সেখানে সমাবেশ করে বিকেল সোয়া ৫টার দিকে বিক্ষোভ শেষ করে শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English
India's detention camps for undocumented immigrants

India orders states to set up detention camps for undocumented immigrants

Order issued under Immigration and Foreigners Act, 2025, effective from September 1

25m ago