দিল্লির কাছে বিমান ঘাঁটিতে নেমেছে হাসিনাকে বহনকারী সি১৩০ উড়োজাহাজ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার হিন্ডন বিমান ঘাঁটি। ছবি সৌজন্য: উইকিপিডিয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি নয়াদিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

উড়োজাহাজটি অবতরণের কথা নিশ্চিত করেছে ভারতের এনডিটিভি। দিল্লির কাছাকাছি এই বিমান ঘাঁটিটি উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় অবস্থিত।

শেখ হাসিনাকে বহন করছে একটি লকহিড সি১৩০জে হারকিউলিস উড়োজাহাজ। ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে রয়েছে। 

ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানায়, হাসিনা ভারতের হিন্ডন বিমান ঘাঁটি থেকে লন্ডন যেতে পারেন।

তবে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজেই তিনি লন্ডনে যাবেন নাকি অন্য কোনো উড়োজাহাজে যাবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়, বিমান ঘাঁটিতে হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

দিল্লি এয়ারট্রাফিক কনট্রোল সূত্র জানায়, ফ্লাইটরাডার২৪ এর মাধ্যমে বহু মানুষ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির গতিবিধির ওপর নজর রাখছেন। এক পর্যায়ে সর্বোচ্চ ৫২ হাজার মানুষ এর ওপর নজর রাখছিলেন।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে পাওয়া অনুরোধের পরিপ্রেক্ষিতে হাসিনাকে বহনকারী বিমানটিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি বাংলাদেশের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

1h ago