বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আজমের যোগদান

ছবি: বাংলা একাডেমি

বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন অধ্যাপক মোহাম্মদ আজম। 

আজ রবিবার বিকেল ৪টায় একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ আজমকে স্বাগত জানান একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ। 

অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী বলেন, আমরা আশা করি অধ্যাপক ড. মোহাম্মদ আজম-এর দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।

নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্খা তৈরি হয়েছে। আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: CA offers full support to probe body

Commission receives 1,600 complaints so far

33m ago