গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশকে সহায়তায় মার্কিন কূটনীতিকের জোর

রিচার্ড জানান, বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে কবে তারা নতুন নির্বাচন চান এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে।
মার্কিন কূটনীতিবিদ রিচার্ড ভার্মা। ফাইল ছবি: সংগৃহীত
মার্কিন কূটনীতিবিদ রিচার্ড ভার্মা। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশকে শান্তিপূর্ণ, আইনসঙ্গত ও গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিক।

এতেই সবার স্বার্থ রক্ষা হবে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস রিচার্ড ভার্মা গতকাল সোমবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় একথা বলেন।

আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা।

রিচার্ড জানান, বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে কবে তারা নতুন নির্বাচন চান এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তার অঙ্গীকার জানানো।

এই সফরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টের (ডিওএজি) আওতায় বাংলাদেশকে ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

59m ago