খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। ছবি: স্টার
চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। ছবি: স্টার

খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ করেছেন ঐ সম্প্রদায়ের সদস্যরা।

সমাবেশ থেকে তারা এসব হামলার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে জামাল খান মোড়ে ভিড় করেন আদিবাসী সম্প্রদায়ের কয়েকশ মানুষ। সেখান থেকে তারা শোভাযাত্রার মাধ্যমে চেরাগি পাহাড় মোড়ে এসে পৌঁছান।

বেলা ১১টা নাগাদ চেরাগি পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে এবং এ উদ্দেশ্যে তারা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে।

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আদিবাসী সম্প্রদায়ের অন্তত তিন সদস্য নিহত ও অনেকে আহত হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।

আদিবাসীদের অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, এ ধরনের ঘটনা এর আগেও অসংখ্যবার হয়েছে, কিন্তু দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়নি। কেউ শাস্তি না পাওয়াও এ ধরনের অপরাধের ঘটনা নিয়মিত ঘটছে। 

'আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই', এক বক্তা বলেন। তিনি আরও জানান, 'আমরা সবাই এ দেশের নাগরিক।'

'আমরা ন্যায়বিচার চাই ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটার বিষয়ে আশ্বস্ত হতে চাই', যোগ করেন অপর এক বক্তা।

গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

3h ago