বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন তাবিথ

ছবি: ফিরোজ আহমেদ

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাবিথ আউয়াল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই দফা সংস্থাটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাবিথ। তিনি ২০১২ ও ২০১৬ সালের বাফুফে নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন। সবশেষ ২০২০ সালের নির্বাচনে অনেক নাটকীয়তার পর হেরে যান তিনি।

বর্তমান ও সব মিলিয়ে চারবারের বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গত ১৪ সেপ্টেম্বর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। এর ২৪ ঘণ্টার মধ্যে সংগঠক তরফদার রুহুল আমিন ঘোষণা দেন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার। তরফদারের আট দিন পর দ্বিতীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন তাবিথ।

সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার বার্তা দেন তাবিথ, 'আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে আমি অংশ নেব কিনা? হ্যাঁ, আমি অংশ নেব। বিগত তিনটা নির্বাচনে অংশ নিয়েছিলাম, এবার চতুর্থবারও আমি অংশ নিতে আগ্রহী এবং নির্বাচনে অংশ নিব। প্রশ্ন হচ্ছে, কোন পদে নিব, বর্তমান সংবিধানের অধীনে আমি সভাপতি পদে নির্বাচন করব। আমি আশাবাদী, নির্বাচনে লড়লে আমি জিতব এবং জিতলে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে পারব।'

তিনি যোগ করেন, 'ফুটবল নিয়ে আমার ভাবনা কী, এ সংক্রান্ত বিষয়ে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন। আমি আজ আমার আগ্রহ প্রকাশ করলাম। নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে অক্টোবরে। তখন নির্বাচনী ইশতেহার কী হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, প্যানেল হবে কিনা, সেগুলো আপনাদের জানাব।'

তরফদারের প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তাবিথও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমিনুলকে নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমিনুল হককে শুধু দলের (বিএনপি) মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তিনি সাবেক ফুটবলার, সাফজয়ী দলের সদস্য। কেউ চাইলে কাউকে সমর্থন দিতেই পারেন। এটা উন্মুক্তই আছে। আমরা সবাই যারা ফুটবল খেলেছি, ক্রীড়াঙ্গণের মানুষ, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। যারাই মনে করবে, তারা নির্বাচন করার যোগ্য, তারা নির্বাচন করবে, তাদেরকে আমি স্বাগত জানাই। প্রতিযোগিতার মাধ্যমেই ভালো নেতা তৈরি হতে পারে বলে আমি মনে করি।'

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন।

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago