তাবিথ আউয়ালের ওপর হামলার মামলা খারিজ

তাবিথ আউয়াল

রাজধানীর বনানীতে বিএনপি নেতা তাবিথ আউয়ালের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার কোনো 'যৌক্তিক কারণ' দেখতে না পেয়ে তা খারিজ করে দেন।

ঢাকা মহানগর অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার তাবিথ আউয়াল হেফাজতে নির্যাতন ও মৃত্যু (প্রতিরোধ) আইন ২০১৩ এর ১৫ (১)(৩) ধারায় মামলা করেন।

গত ১৭ সেপ্টেম্বর বনানীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠে। সেই হামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আহত হন।

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago