দাম বেড়েছে সবজি-মুরগি-ডিমের

প্রায় এক মাস ধরে স্থিতিশীল থাকার পর রাজধানীর কাঁচাবাজারগুলোতে আবারও বেড়েছে সবজি, মুরগি ও ডিমের দাম।

সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা, ব্রয়লার মুরগির দাম ১০ টাকা, সোনালী মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কচুক্ষেত, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বরের কাঁচাবাজার ঘুরে এই দাম জানা গেছে।

অবিরাম বৃষ্টি ও সরবরাহের ঘাটতিকে দাম বৃদ্ধির পেছনে দায়ী করেছেন সবজি ব্যবসায়ীরা।

গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া লাউ গতকাল বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। গত সপ্তাহে ৭০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটি বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়।

কালো গোল বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে ৮০ থেকে ১২০ টাকা কেজি হয়েছে, যা ছিল ৬০ থেকে ১০০ টাকা।

করলার দাম গত সপ্তাহের ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকা এবং শসা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে।

ঢেঁড়সের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।

কারওয়ান বাজারে ৫০ বছর ধরে সবজি ব্যবসার সঙ্গে জড়িত মোশাররফ হোসেন বলেন, প্রায় এক মাস সবজির দাম প্রায় স্থিতিশীল ছিল।

'কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও দাম বেড়েছে। সবজি সংগ্রহ ব্যাহত হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, তাই দামও বেড়েছে', বলেন তিনি।

তবে পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহে ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৮০-১৯০ টাকা থাকলেও এখন তা বেড়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে সোনালি মুরগির কেজি ২৪০-২৬০ টাকা থেকে বেড়ে ২৫০-২৮০ টাকা হয়েছে।

ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৫-১৬৫ টাকা।

মহাখালী থেকে কারওয়ান বাজারে আসা সরকারি কর্মচারী আবদুল হামিদ বলেন, অতীতে যখনই দ্রব্যমূল্য বেড়েছে, তখন আর কমেনি। আশা করছি এবার এমন ঘটনা ঘটবে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা।

'দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে যা যা করা দরকার, সরকারকে অবশ্যই তাই করতে হবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago