৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হওয়ার ৫৬ দিন পর মারা গেলেন কারিমুল

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

স্বৈরাচার পতন আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিমুলের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার কাচারহাটি গ্রামে। স্ত্রী ময়না আক্তারকে নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী নূর মসজিদের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। শ্রমিক হিসেবে কাজ করতেন যাত্রাবাড়ী কাঁচাবাজারে লেবুর আড়তে।

আজ হাসপাতালে কারিমুলের খালু আজিজুল ইসলাম জানান, ৫ আগস্ট বিকেল ৩ টার দিকে কয়েকজন ছাত্র তাকে ফোন দিয়ে জানান কারিমুল যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে কারিমুলকে চিকিৎসাধীন দেখতে পান।

আজিজুল ইসলম বলেন, কারিমুলের বুকে, থুতনিতে এবং ডান হাতে গুলি লেগেছিল। কয়েক দফায় অস্ত্রোপচারও হয়। তবে বুকের গুলিটি বের করা সম্ভব হয়নি। ১০-১২ দিন আগ থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

কোটাবিরোধী থেকে সরকার পতনের এক দফায় পরিণত হওয়া ওই আন্দোলনে কারিমুরের সঙ্গে ছিলেন তার বন্ধু মো. নূর উদ্দিন। তিনি জানান, ৫ আগস্ট সকাল থেকে তারা একসঙ্গে যাত্রাবাড়ী এলাকায় ছিলেন। দুপুরের পর আরও অনেকের সঙ্গে থানা ঘেরা করেন তারা। সে সময় হঠাৎ থানার ভেতর থেকে সব পুলিশ সদস্য একসঙ্গে বের হয়ে ফ্লাইওভারের নিচে অবস্থান নেওয়া অসংখ্য আন্দোলনকারীর ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকেন। তখন নুর উদ্দিন কাজলার দিকে দৌড় দেন। আর কারিমুল দৌড় দেন যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে। এর কয়েক ঘণ্টা পর তিনি খবর পান যে কারিমুল গুলিবিদ্ধ হয়েছেন।

কারিমুলের বন্ধু বলেন, পরবর্তীতে ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যয় যাত্রাবাড়ী থানার পাশে ফ্লাইওভারের নিচে অসংখ্য লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। সেখানে কারিমুলও ছিলেন। ভিডিওতে দেখা গেছে কয়েকজন মিলে একটি ভ্যানে তুলছেন কারিমুলকে। তখন ছটফট করছিলেন তিনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কারিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারিমুলের ছোট ভাই মো. সুলতান জানান, চার ভাইয়ের মধ্যে সবার বড় কারিমুল। এক বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী ময়না তিন মাসের অন্তঃসত্ত্বা।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago