এলএনজি সরবরাহকারী অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দিচ্ছেন পিটার হাস

পিটার হাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির স্ট্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগ দিচ্ছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাকসিলারেট এনার্জি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পিটার হাস ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নিয়েছেন। এ মাসে তিনি অ্যাকসিলারেট এনার্জির ওয়াশিংটন ডিসি অফিসে যোগদান করবেন।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও স্টিভেন কোবোস বলেন, 'পিটার হাসকে অ্যাকসিলারেট এনার্জিতে নিয়োগ দিয়ে আমি আনন্দিত। কর্মজীবনে তিনি মার্কিনীদের ব্যবসা ও বাণিজ্যিক স্বার্থের জন্য অক্লান্ত কাজ করেছেন।'

'পিটার ভূ-রাজনীতি ও বাজার বোঝেন। আমি নিশ্চিত তার নেতৃত্ব ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী আমাদের শক্তিশালী করবে এবং সারা বিশ্বে আমাদের গ্রাহকদের জন্য জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা করবে,' বলেন তিনি।

প্রেস রিলিজে পিটার হাসের বক্তব্য মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, 'এলএনজি সমাধানে অ্যাকসিলারেট এনার্জির মিশনে যোগ দিতে পেরে আমি আনন্দিত।'

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল আছে অ্যাকসিলারেট এনার্জির।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

20m ago