নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে শেখ আব্দুর রশিদকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অন্য পেশা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ড. শেখ আব্দুর রশিদকে ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ১৪ অক্টোবর তিনি যোগদান করতে পারেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
ড. শেখ আব্দুর রশিদ বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন।
Comments