শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ বেগম ও তারানা হালিম। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শমী কায়সার, শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম, সাবেক মন্ত্রী তারানা হালিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। 

২০২২ সালের জুনে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এ মামলা করা হয়।

মামলার অপর আসামিদের মধ্যে আছেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।

আজ আদালত অভিযোগ গ্রহণ করে বাদী সৈয়দ হাসান মাহমুদের বক্তব্য রেকর্ড করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন।

অভিযোগে বলা হয়, এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে ২০২১ সালের ২১ নভেম্বর রাঙ্গার বিরুদ্ধে মামলা করেন সৈয়দ হাসান মাহমুদ। কিন্তু আদালত তা খারিজ করে দেন। পরে মামলার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার বাড়িতে ভাঙচুর করা হয়।

অভিযোগে বাদী বলেন, 'আমি ২০১৯ সালের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলাম। কিন্তু উপরোক্ত আসামিরা আমাকে প্রচারণা চালাতে নিষেধ করেন। পরে ২০২২ সালের ২৫ জুন আমাকে রামপুরা ব্রিজ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং অজানা জায়গায় নিয়ে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন আমাকে হাতিরঝিল এলাকায় ফেলে যাওয়া হয়।'

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago