বোমা হামলার হুমকিতে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নামল দিল্লিতে

ফাইল ছবি

বোমা হামলার হুমকির মুখে ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট নয়াদিল্লিতে অবতরণ করেছে।

বোমা বিস্ফোরণের হুমকির ব্যাপারে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে একটি বার্তা পাওয়ার পর দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিকে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।

দিল্লি পুলিশ জানায়, উড়োজাহাজটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানোর অনুরোধ জানান বিমানবন্দরে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয় ফ্লাইট এআই ১১৯-এ সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছিল। নিরাপত্তা সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী উড়োজাহাজটিকে দিল্লিতে অবতরণ করানো হয়। উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।

সম্প্রতি ভারতের বিভিন্ন বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে যাচাই করে অনেকগুলো হুমকির কোনো সত্যতা পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

34m ago