প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ: সারদায় ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) চাকরি হারিয়েছেন।

একাডেমীর অধ্যক্ষ গতকাল সোমবার সকালে এই প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় এ বিষয়ক চিঠি পাঠিয়েছেন বলে একাডেমি ও পুলিশ সদর দপ্তরের তিনজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন।

অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

গত শুক্রবার এই প্রশিক্ষণার্থীদের তিন দিনের ছুটিতে পাঠানো হয়। তবে, পুলিশ সূত্র ইঙ্গিত করে যে, শৃঙ্খলা ভঙ্গ ছাড়াও এর পেছনে আরও কারণ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুলিশ সদর দপ্তর এই ব্যাচের ৮০১ জন শিক্ষানবিশ এসআইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোয়েন্দা সংস্থা এই তদন্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, 'গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৫২ জন ক্যাডেট এসআইয়ের একটি তালিকা প্রায় ২০ দিন আগে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষের কাছে পাঠানো হয় এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।'

৮ অক্টোবর পুলিশ একাডেমি কর্তৃপক্ষ ২৫২ জন শিক্ষানবিশ এসআইকে কারণ দর্শানোর চিঠি দেয়, যেখানে শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন তাদেরকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়।

দ্য ডেইলি স্টারের কাছে এমন একটি চিঠির অনুলিপি রয়েছে।

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

6h ago