তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

সুপ্রিম কোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের চারটি চাঁদাবাজির মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাগুলোর বিচারিক কার্যক্রমের বৈধতা নিয়ে আগে জারি করা রুলের শুনানি শেষে এ রায় দেন।

২০০৮ সালে তারেক রহমান দেশে থাকাকালীন তার করা চারটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার শানজিদ সিদ্দিক আজ দ্য ডেইলি স্টারকে বলেন ২০০৪ এবং ২০০৫ সালে এসব চাঁদাবাজির অভিযোগের কথা বলে ২০০৭ সালে কাফরুল থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

Comments