আন্দোলন-সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান হলে যানজট কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

যারা বিভিন্ন দাবিতে আন্দোলন ও সমাবেশ করছেন তারা ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করলে যানজট কমবে বলে​​ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকায় পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুরান ঢাকার যানজট নিরসনে কারা অধিদপ্তরের 'পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন' শীর্ষক প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'কারা অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের জন্য যে বাজেট দেয়া হয়েছে তার মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এতে বাজেট বৃদ্ধি করা যাবে না।'

তিনি বলেন, 'প্রকল্পের বিষয়ে আমাদের বিদ্যমান চর্চা হলো, যেকোনো প্রকল্পে প্রথমে একটা বাজেট নির্ধারণ করা হয়, পরে যৌক্তিক-অযৌক্তিক নানা কারণ দেখিয়ে বাজেট বৃদ্ধি করে প্রকল্প সংশোধন করা হয়। আমাদের এ চর্চা থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে।'

রাজধানীতে যানজট বাড়ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে যারা বিভিন্ন দাবিতে আন্দোলন ও সমাবেশ করছেন তারা ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করলে রাস্তা বন্ধ হবে না, যানজট হ্রাস পাবে।'

যানজটের কারণের উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'রাজধানীতে রাস্তা বাড়ছে না, কিন্তু প্রতিদিন গাড়ি বাড়ছে। তাছাড়া কর্মসংস্থানের কারণে সারাদেশের মানুষ ঢাকামুখী হচ্ছে। ফলে নগরের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।' 

যানজট নিরসনে সরকারের গৃহীত ব্যবস্থা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, '৫ আগস্টের পর রাজধানীর যানজট নিরসনে শিক্ষার্থীরা ভালো কাজ করেছে ও সাফল্য দেখিয়েছে। সেজন্য ট্রাফিক পক্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।'

এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের 'এ' জোনের মাল্টিপারপাস কমপ্লেক্স, 'বি' জোনের চক কমপ্লেক্স ও মসজিদ এবং 'সি' জোনের কনডেম সেল ও ফাঁসির মঞ্চ পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago