২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে নতুন করে শুনানি শুরু

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর নতুন করে শুনানি শুরু করেছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ আহত হন।

এ ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত।

২০২২ সালের ডিসেম্বরে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু করেন হাইকোর্ট। ১০০ কার্যদিবস শুনানি হওয়ার পর এ বছরের ১৮ আগস্ট  বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়।

আজ নতুন করে এ শুনানি হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার পেপার বই থেকে মামলার বিবরণী, বিচার কার্যক্রম, প্রমাণ, রায় ও মামলার অন্যান্য তথ্য উপস্থাপন করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহানও বেঞ্চের সামনে মামলার প্রেক্ষাপট তুলে ধরেন।

পরবর্তী শুনানির তারিখ আগামী ৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago