নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি পারাপার বন্ধ

ছবি: সংগৃহীত

নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল। এই দুই ঘাটে অন্তত তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নাব্যতা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই আরিচা ঘাটের কাছে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। যে কারণে ধারণ ক্ষমতার অর্ধেক ওজন নিয়ে ফেরি চলাচল করছিল।'

'এদিকে পানি কমতে থাকায় চ্যানেল আরও সরু হয়ে গেছে। তাতে ফেরি চলাচল একদিকে যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি বারবার ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। গতকাল দিবাগত রাত ১০টার দিকে ফেরি চলাচল একেবারে বন্ধ করা হয়,' বলেন নাসির।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। নাব্যতা সংকট কাটলে আবার ফেরি চলাচল শুরু হবে।'

তবে ফেরি চলাচল শুরু হতে কতটা সময় লাগতে পারে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

No bar to Ducsu election on Sept 9: SC chamber judge halts HC stay

Earlier today, the High Court stayed the election until October 30

1h ago