দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়াতেও বিজয়ী ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি

নর্থ ক্যারোলাইনার পর দ্বিতীয় দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ার ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ক্রমশ ফিকে হয়ে আসছে কমলার জয়ের আশা। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে সিএনএন ও এপি। বেশ কয়েকটি গণমাধ্যমের পূর্বাভাসে এই অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ের কথা বলা হয়েছিল। 
এই জয়ের ফলে ট্রাম্পের মোট ভোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭। ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। 

জর্জিয়ার ১৬টি ইলেক্টোরাল ভোট এখন ট্রাম্পের দখলে। 

২০২০ সালে জো বাইডেন এই অঙ্গরাজ্যে জয়ী হলেও এবার সেই ফল পালটে দিলেন ট্রাম্প।

প্রায় ৩০ বছর পর কোনো রিপাবলিকান প্রার্থী জর্জিয়ার জয়ী হলেন। 

২০২০ সালের নির্বাচনের পর জর্জিয়ার নির্বাচন কর্মকর্তাদের ট্রাম্প ভোটের ফল বদলে দেওয়ার আহ্বান জানালে এই অঙ্গরাজ্যে আলোচনায় আসে। 

Comments