নির্বাচনে ভরাডুবির জন্য বাইডেনকে দায়ী করলেন পেলোসি

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়, পদত্যাগের ঘোষণা স্পিকার পেলোসির
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেছেন, বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়ালে প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত ডেমোক্রেটিক পার্টি। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত।

নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় ৭ নভেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে পেলোসির সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন পুনরায় নির্বাচনের ঘোষণা দেয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে। সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়ায় বাইডেনের সমালোচনা করেন।

সাক্ষাৎকারে কমলা হ্যারিসের প্রশংসা করেন পেলোসি বলেন, তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন বলে মনে করেন পেলোসি। তিনি বলেন, হয়তো কমলা আরো বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরো আগে ঘটত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago