পেরুর বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে হারলেও শিষ্যদের ওপর আস্থা হারাননি আর্জেন্টিনা কোচ। তবে পেরুর বিপক্ষে শুরুর একাদশে বাধ্য হয়ে দুটি পরিবর্তন আনতেই হচ্ছে  লিওনেল স্কালোনিকে। কারণ, চোটের কারণে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা।

গত শুক্রবার প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেদিন তাদের পারফরম্যান্সও ছিল খুবই বিবর্ণ। ম্যাচের ৭৭ শতাংশ সময় বল ছিল দখলে। কিন্তু আক্রমণে তারা ছিল নখদন্তহীন। এরপরও সেদিন একাদশে থাকা ফুটবলারদের ভরসা করছেন স্কালোনি, মঙ্গলবার জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

আর্জেন্টাইন গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, নয়জন খেলোয়াড় টিকে যেতে পারেন পেরুর বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে। অর্থাৎ গোলপোস্টের নিচে, মাঝমাঠে ও আক্রমণভাগে কোনো পরিবর্তন আসছে না। কেবল চোটে পড়া দুজনের শূন্যস্থান পূরণ হবে। সেক্ষেত্রে সেন্টার ব্যাক রোমেরোর জায়গায় লিওনার্দো বেলার্দি ও রাইট ব্যাক মলিনার জায়গায় গঞ্জালো মন্তিয়েল খেলতে পারেন।

ইতোমধ্যে আর্জেন্টিনার স্কোয়াড ছেড়ে ইংল্যান্ডে উড়ে গেছেন রোমেরো। তিনি গত কিছুদিন ধরেই পায়ের বৃদ্ধাঙ্গুলির চোটের সঙ্গে লড়াই করছেন। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু কাজ হয়নি। বাড়তি ঝুঁকি এড়াতে প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার জায়গায় নেমেছিলেন বেলার্দি।

ডান ঊরুর পেশির চোটে ভুগছেন মলিনা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি তিনি। শেষদিকে তার বদলি হিসেবে নেমেছিলেন মন্তিয়েল।

প্যারাগুয়ের বিপক্ষে গোটা ৯০ মিনিট খেললেও ঘাড়ে ব্যথা পেয়েছিলেন লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তিনি গতকাল সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। ফলে শঙ্কা উড়িয়ে তার খেলার সম্ভাবনা প্রায় শতভাগ।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ছয়টায় ঘরের মাঠে পেরুকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। খেলার ভেন্যু বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তিনবারের বিশ্বজয়ীরা। ১১ ম‍্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট। 

একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বেলার্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago