‘মোয়ানা ২’ আসছে, অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড

মোয়ানা-২ সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

২০১৬ সালে আলোড়ন সৃষ্টি করেছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা 'মোয়ানা'। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 

পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয় 'তে ফিতির' নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। 

মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে 'মোয়ানা'। বক্স অফিসে ছবিটি আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। 

অপেক্ষাটা বেশ দীর্ঘ হলেও এবার তার পালা শেষ হতে চলেছে। পর্দায় আসছে 'মোয়ানা ২'। আগামী ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। 

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরো কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। 

'মোয়ানা ২'-তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।  

সিনেমাটি নিয়ে দর্শকদের উৎসাহ বোঝা যায় অগ্রিম টিকিটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য মতে, 'মোয়ানা ২' অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল শো হতে যাচ্ছে। 

'ডেডপুল অ্যান্ড উলভারিন', 'উইকেড পার্ট ওয়ান' এবং 'ডিউন: পার্ট টু' এর পরেই আছে 'মোয়ানা ২' এর অবস্থান। 

Comments

The Daily Star  | English
government

Govt to act with people’s backing if blocked from responsibilities: advisory council

"The Advisory Council believes that a broader unity is essential to maintain national stability"

52m ago