চতুর্থ ইনিংসে টেন্ডুলকারকে টপকে চূড়ায় রুট, বাংলাদেশের সেরা কে?

ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতার দিনে দারুণ একটি রেকর্ডের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট। ভারতের শচিন টেন্ডুলকারকে টপকে টেস্ট ইতিহাসে চতুর্থ বা শেষ ইনিংসে সবচেয়ে বেশি রান এখন তার।

রোববার ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে ইংলিশরা। স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়ায় তাদের সামনে ছিল ১০৪ রানের মামুলি লক্ষ্য। টি-টোয়েন্টির ঢঙে ব্যাট করে ২ উইকেট খুইয়ে মাত্র ১২.৪ ওভারে তা স্পর্শ করে তারা। রুট চার নম্বরে নেমে ১৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রান করেন।

এই অপরাজিত ছোট ইনিংসটিই অভিজ্ঞ ব্যাটারকে পৌঁছে দিয়েছে চূড়ায়। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের সুদীর্ঘ ইতিহাসে একটি জায়গায় এখন তিনি সফলতম ক্রিকেটার। এই সংস্করণের চতুর্থ ইনিংসে তার চেয়ে বেশি রান আর কারও নেই। রেকর্ডটিকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন তিনি।

৬০ ইনিংসে ৩৬.৯৩ গড়ে ১৬২৫ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাবেক তারকা টেন্ডুলকার। ১১ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন ৩৩ বছর বয়সী রুট। ৪৯ ইনিংসে ৪১.৭৯ গড়ে ১৬৩০ রান রয়েছে তার নামের পাশে। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি হলেও টেন্ডুলকার করেছেন তিনটি।

২০১৩ সালে অবসরে যাওয়া টেন্ডুলকারকে টপকানোর সম্ভাবনা এর আগে জাগিয়েছিলেন অ্যালিস্টার কুক ও গ্রায়েম স্মিথ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কুক ৫৩ ইনিংসে ৩৫.৮০ গড়ে ১৬১১ রান করেছেন টেস্টের শেষ ইনিংসে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন দলনেতা স্মিথও সমান রানে থেমেছেন। ৪১ ইনিংসে তার গড় ৫১.৯৬।

সাদা পোশাকের ক্রিকেটের শেষ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে অবশ্য তারা কেউ নেই। এই কীর্তি যৌথভাবে পাকিস্তানের সাবেক তারকা ইউনিস খান ও নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসনের দখলে। তারা করেছেন সমান পাঁচটি করে সেঞ্চুরি। উইলিয়ামসনের সামনে এখন এককভাবে শীর্ষে উঠে যাওয়ার হাতছানি রয়েছে।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের। তিনি ২৪ ইনিংসে ৪৪ গড়ে ৮৮০ রান করেছেন। তার ঠিক পেছনেই আছেন মুশফিকুর রহিম। ৩১ ইনিংসে ৩৩.৮০ গড়ে তার রান ৮৭৯।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

2h ago