শেখ হাসিনার প্রত্যর্পণে অনুস্মারক পত্র পাঠাবে ঢাকা

শেখ হাসিনা। ফাইল ফটো

ভারত সরকারকে পাঠানো কূটনৈতিক নোটের জবাব না পেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নয়াদিল্লিকে আরেকটি অনুস্মারক চিঠি পাঠাবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, 'এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব পাইনি। আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবো এবং যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তবে আমরা একটি অনুস্মারক চিঠি পাঠাব।'

বাংলাদেশে বিচারিক কার্যক্রমের জন্য শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ভারত সরকারকে অনুরোধ করে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকার পরবর্তী পদক্ষেপ ভারতের জবাবের ওপর নির্ভর করবে।

'আমরা এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাই না বা পরিস্থিতি সম্পর্কে অনুমান করতে চাই না,' বলেন তিনি।

নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেননি রফিকুল আলম।

ভারতীয় গণমাধ্যমগুলো সোমবার জানিয়েছে যে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক নোট পেয়েছে। তবে ভারতীয় মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

ইন্ডিয়া টুডের উদ্ধৃতি অনুসারে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, 'আমরা নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট ভারবাল পেয়েছি। এখন এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।'

শেখ হাসিনা শতাধিক মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধসহ অনেক অভিযোগ রয়েছে।

গণঅভ্যুত্থানের সময় তিনি গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ ও ভারত ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, ২০১৬ সালে সেটি সংশোধন করা হয়েছিল। যা এই ধরনের প্রত্যর্পনের অনুরোধ বিবেচনার জন্য আইনি কাঠামো প্রদান করে।

Comments

The Daily Star  | English

No election before trial of AL: NCP

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

6h ago