৩ ঘণ্টা পর জাহাঙ্গীর গেট ছাড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা

ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান। ছবি: আরাফাত সেতু/স্টার

ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অবরোধ তুলে নিলেন গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যরা।

চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম 'সহযোদ্ধা'র ব্যানারে আজ রোববার সকাল সোয়া ১১টা থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় ওই সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, 'চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিয়েছেন।'

এর আগে, সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের 'সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত' শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে 'উই ওয়ান্ট জাস্টিস'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনরতদের তিন দফা দাবি হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে ও যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago