বিপিএলে নিজ দলের প্রথম জয়ে মুম্বাই থেকে যা বললেন শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে টানা হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। 

বিপিএলের ইতিহাসে ২৫৪ রানের নতুন রেকর্ড গড়ে এবং পার্টনারশিপে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ক্যাপিটালস। 

দলটির মালিক ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন মুম্বাই অবস্থান করছেন।

দলের জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে শাকিব খান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, তিনি অনলাইনে খেলা দেখেছেন।

তিনি বলেন, 'দেশে থাকলে অবশ্যই মাঠে যেতাম। মাঠে থেকে আমাদের প্লেয়ারদের সঙ্গে এই জয় সেলিব্রেট করতাম। শুরুতে ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল শেষ দুই ম্যাচে প্লেয়ারদের পারফরম্যান্স পুরো রিভার্স।'

'ঢাকা ক্যাপিটালস যে জয় পেল, আমার বিশ্বাস এটি রেকর্ড হয়ে থাকবে। পাশাপাশি আগামীর ম্যাচগুলোতে সবার পারফরম্যান্স ও স্পিরিট অব্যাহত থাকলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে,' বলেন তিনি।

এবারই প্রথম শাকিব খানের বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। তিনি বলেন, 'এবার অনেককিছু শিখলাম। হয়ত এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।'

আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ' সিনেমার শুটিংয়ে মুম্বাই আছেন। শাকিব বলেন, 'ম্যাচ চলাকালে আমি এখানে বসে অনলাইনে খেলা দেখছিলাম। কিন্তু রান যখন ২০০ ছাড়ায় আমাদের কোম্পানির (রিমার্ক-হারল্যান) চেয়ারম্যান নিজেই খুশিতে তার ফোন থেকে ভিডিও কলে টিভি স্ক্রিনে খেলা দেখাচ্ছিলেন।'

তার আগে শাকিব খান ফেসবুকের ফ্যান পেজের পোস্টে লিখেছিলেন, 'টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

13m ago