মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

accident logo

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়ার বাসিন্দা ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া এবং সনি বড়ুয়া।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, তিন যুবক হোটেলে নাস্তা করে বাড়ি ফেরার পথে বাসচাপায় ঘটনাস্থলে মারা যান।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, 'মিরসরাইয়ে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।'

 

Comments