মেয়েদের বিপিএল হবে তিনটি দল নিয়ে

ছবি: বিসিবি

মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের চিন্তার কথা কিছুদিন ধরেই বলে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার স্বার্থে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তিনটি দল অংশ নেবে প্রতিযোগিতাটির প্রথম আসরে, যা ছেলেদের চলমান বিপিএল শেষ হওয়ার পর মাঠে গড়াবে।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমের কাছে বলেছেন, 'বোর্ড বেশ কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আরও কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটি বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা-ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।'

ছেলেদের বিপিএলের একাদশ আসর শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ফাহিম জানিয়েছেন, এরপর অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর, 'উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এটা এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের ভেতরে।'

তবে প্রতি বছরই মেয়েদের বিপিএল করার সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া প্রতিযোগিতাটি মেয়েদের ক্রিকেটের উন্নতিতে প্রভাব রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক কোচ ফাহিম, 'আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি ফরম্যাটে, সেটার প্রভাব কী রকম হয়। আমরা আশা করছি, এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।'

দলগুলোর একাদশে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কম রাখা হবে। এর কারণ ব্যাখ্যা করেছেন বর্তমান ক্রিকেট সংগঠক ফাহিম, 'বিদেশি বেশি নয়। কারণ এখানে আর্থিক একটা বিষয় আছে। চারজন বিদেশি যদি নিতে চাই আমরা, সেক্ষেত্রে দলগুলোর ওপর একটা আর্থিক চাপ পড়বে। এই মুহূর্তে হয়তো দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আরেকটা বিষয় হলো, আমাদের যে দেশি ক্রিকেটার আছে, তাদেরও বেশি সুযোগ দেওয়ার পথে হাঁটতে চাই।'

মেয়েদের বিপিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পরস্পরকে দুবার করে মোকাবিলা করবে। ফাইনালসহ সব মিলিয়ে ম্যাচ হবে সাতটি।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

2h ago