‘হতাশা থাকলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা’

Taskin Ahmed

সাম্প্রতিক সময়ে দেশের সেরা পেসার তিনি। দারুণ বোলিংয়ে বিপিএলের এবারের আসরের সফলতম পেসারও তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)'র ড্রাফটে তাকে নিয়ে থাকবে তুমুল আগ্রহ। তবে সবাইকে অবাক করে দিয়ে কোন দলই নেয়নি তাসকিনকে। তবে দল না পাওয়ায় সবই ভাগ্যের উপর ছেড়ে দিলেন এই পেসার।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরগুলোর মধ্যে তাসকিন কেবল লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন। আইপিএল খেলার সুযোগ এসেছিল তার, বদলি হিসেবে সেই সুযোগ গ্রহণ করতে পারেননি বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়ায়। এবার পিএসএলে আলোচনায় থেকেও দল পেলেন না তিনি।

চলমান বিপিএলে ২০ উইকেট নিয়ে সবার উপরে থাকা তাসকিন দুর্বার রাজশাহীর অধিনায়কত্বও পেয়েছেন। সোমবার রাতে চিটাগাং কিংসের কাছে ম্যাচ হেরে ডানহাতি পেসার আসেন সংবাদ সম্মেলনে। সেখানে পিএসএলে দল না পাওয়ার প্রসঙ্গ এলে তাসকিন দেন জবাব, জানালেন এরচেয়েও আক্ষেপের পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা আছে তার,   'নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।'

'এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।'

ড্রাফটে দল না পেলেও পরে অন্য কারো বদলি হিসেবে খেলার সুযোগ থাকছে। তবে সেই ব্যাপারে আপাতত কোন ধারণা নেই তার, 'আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।'

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

3h ago