সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর রোডে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, পাঁচ দাবিতে তারা ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এরপর তারা সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা দ্য ডেইলি স্টারকে জানান, ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দাবির অগ্রগতি জানতে তারা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।

ডিএমপির সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফের দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যার দিকে অন্তত ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।'

অবরোধকারী ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমরা আমাদের দাবি নিয়ে অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করতে যাই। তিনি আমাদের ছাত্রদের অপমান-অপদস্ত করে বের করে দিয়েছেন। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি। ওই শিক্ষক এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেই আমরা সড়ক ছাড়ব।'   

যোগাযোগ করা হলে ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের প্রায় ৫০-৬০ শিক্ষার্থী আমার অফিসে এসেছিলেন। আমি তাদের দুজন প্রতিনিধি পাঠাতে বলেছিলাম। সে সময় তারা সবাই জোর করে অফিস কক্ষে প্রবেশ করে।'

'আমি কঠোরভাবে তাদের বলেছি যে যদি তারা "মবের মতো" পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আমি তাদের সমস্যা সমাধান করব না,' বলেন তিনি।

এদিকে, ঢাবি জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠক ডেকেছে ঢাবি কর্তৃপক্ষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে যায়।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago