বিদায়ী বছরে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ড, নিহত ১৪০

প্রতীকী ছবি।

বিদায়ী ২০২৪ সালে সারাদেশে মোট ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪০ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৪১ জন দগ্ধ হয়েছেন। দিনে গড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৭৩টি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে, বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো, চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে। এতে ৪৪৬ কোটি ২৭ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। অগ্নি নির্বাপণের মাধ্যমে ফায়ার সার্ভিস ১ হাজার ৯৭৪ কোটি টাকার সম্পদ রক্ষা করতে পেরেছে।

আগুনে নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী আছেন দুইজন। এছাড়া আগুন নেভানো ও উদ্ধারকাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের ৩৪টি গাড়ি ভাঙচুর ও আটটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আগুনের কারণভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২৬ হাজার ৬৫৯টি আগুনের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৬৯টি (৩৩.৯৮%), বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে ৪ হাজার ১৩৯টি (১৫.৫২%), চুলা থেকে ৩ হাজার ৫৬টি (১১.৪৬%), উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ৭৮৯টি (২.৯৫%), ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৭৫৯টি (২.৮৪%), উত্তপ্ত ছাই থেকে ৭৩৫টি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৭০৪টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৪৬৫টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ৪৪টি (০.৪৫%), কয়েল থেকে ৪৫৫টি এবং আতশ বাজি/ফানুস/পটকা পোড়ানো থেকে ৬৪টি আগুনের ঘটনা ঘটেছে।

সম্পদের ক্ষয়ক্ষতি ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে আবাসিক ভবনে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। সারাদেশে বাসাবাড়িতে মোট ৭ হাজার ১৩১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মোট আগুনের ২৬.৭৪ শতাংশ। এছাড়া খড়ের গাদায় ৪ হাজার ৫১৩টি (১৬.৯২%), রান্নাঘরে ২ হাজার ৪১১টি (৯.০৪%), দোকানে ১ হাজার ৮৮৭টি, হাট বাজারে ৯১১টি, শপিং মলে ৪৮১টি, পোশাক শিল্প ব্যতীত কলকারখানায় ৪৯৪টি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে ২৩৬টি, বিদ্যুৎ উপকেন্দ্রে ২১১টি, বহুতল ভবনের আগুন (ছয় তলার উপরে) ১৫৩টি, রেস্টুরেন্ট ও হোটেলে ১৫০টি, কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে ১২৯টি, হাসপাতাল ও ক্লিনিকে ১২৬টি, পাট গুদাম-পাটকলে ১২৩টি, ধর্মীয় প্রতিষ্ঠানে ৮৫টি, বস্তিতে ৮৪টি, শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮টি আগুনের ঘটনা ঘটেছে।

পরিবহনে আগুনের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে সারাদেশে বাস বাদে যানবাহনে ২৬৮টি, বাসে ১১৪টি, ট্রেনে ১৩টি, লঞ্চে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৪ সালে সারাদেশে ডুবুরি কার্যক্রমের মাধ্যমে ১৫৬ জন আহত ও ৭৫০ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করেছে। উদ্ধার করেছে ৩০৩টি পশু, ৫০টি পাখি, ২২৭টি প্রাণি।

২০২৪ সালে সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৯ হাজার ১২৮টি দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করে ১০ হাজার ৮২৬ জন আহত ও ২ হাজার ৪৩৭ জন নিহতদের উদ্ধার করেছে। এর মধ্যে ছয় হাজার ৪০৮টি সড়ক দুর্ঘটনায় নয় হাজার ৩১৯ জন আহত ও ১ হাজার ৪৮৪ জন নিহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সারাদেশে অগ্নিপ্রতিরোধব্যবস্থা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৪ সালে ১৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টের মাধ্যেমে ১৪৯টি প্রতিষ্ঠানকে দুই কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Gunfire and explosions were heard late Friday night from villages across the border in Myanmar opposite Whykong union in Teknaf upazila of Cox’s Bazar. Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

3h ago