চ্যাম্পিয়ন্স লিগ: ভাগ্য নির্ধারণের অপেক্ষায় ২৫টি ক্লাব

ছবি: এএফপি

নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার লড়াই জমে উঠেছে দারুণভাবে। লিগ পর্বের শেষ রাউন্ড অপেক্ষা করছে আকাশছোঁয়া রোমাঞ্চ নিয়ে। একই সময়ে শুরু হতে যাওয়া ১৮টি ম্যাচে খেলতে নামবে অংশগ্রহণকারী ৩৬টি ক্লাব। এর মধ্যে ১৬টি ম্যাচের ফলাফল কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ এখনও দৌড়ে টিকে থাকা ক্লাবগুলোর ভাগ্য নির্ধারণে।

বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল বুধবার দিবাগত রাত দুইটায় অনুষ্ঠিত হবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার চলমান মৌসুমের লিগ পর্বের শেষ রাউন্ড। তা বলা চলে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে, যেখানে নির্ধারিত হবে ২৫টি ক্লাবের ভাগ্য।

লিভারপুল ও বার্সেলোনা ইতোমধ্যে সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। আর্সেনাল ও ইন্টার মিলান তাদের সঙ্গী হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে। সরাসরি শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্তাসের মতো ক্লাবগুলোও। তবে পিএসজি ও ম্যানচেস্টার সিটি রয়েছে নকআউট পর্বের আগেই ছিটকে যাওয়ার শঙ্কায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকা ক্লাবগুলো সরাসরি চলে যাবে শেষ ষোলোতে। পরের ১৬টি ক্লাবেরও সুযোগ থাকবে শেষ ষোলোতে জায়গা পাওয়ার। সেজন্য নবম থেকে ১৬তম স্থানে ক্লাবগুলো দুই লেগের প্লে-অফ পর্বে অংশ নেবে ১৭তম থেকে ২৪তম স্থানে থাকা ক্লাবগুলোর বিপক্ষে। এই আটটি লড়াইয়ের জয়ী ক্লাবগুলোও পাবে শেষ ষোলোর টিকিট।

আর ২৫তম থেকে ৩৬তম স্থানে থাকা ক্লাবগুলো নেবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। উয়েফা ইউরোপা লিগেও ঠাঁই হবে না তাদের।

বর্তমান চিত্র

সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে (দুটি): লিভারপুল, বার্সেলোনা

অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে (১৬টি): আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বায়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড রটার্ডাম, লিল, ব্রেস্ত, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, সেলটিক

নকআউটে ওঠা নিয়ে শঙ্কা রয়েছে (নয়টি): পিএসভি আইন্দহোফেন, ক্লাব ব্রুগে, বেনফিকা, পিএসজি, স্পোর্তিং লিসবন, ভিএফবি স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্ক

ইতোমধ্যে ছিটকে গেছে (নয়টি): বোলোনিয়া, স্পার্তা প্রাগ, আরবি লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, ইয়াং বয়েজ।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago